ঢাকাশনিবার , ২ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য ঝুঁকিমুক্ত নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন : রাসিক মেয়র

omor faruk
মার্চ ২, ২০১৯ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মেডিকেল বর্জ্য মানুষের স্বাস্থ্যের জন্যে ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যঝুঁকি কমাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকের আউট হাউজ মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত উপায়ে সংগ্রহ করে পরিশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যঝুঁকিমুক্ত, পরিচ্ছন্ন ও বসবসাযোগ্য নগরী গড়তে সবার সহযোগিতা কামনা করছি। প্রত্যেককে নিজ নিজ জায়গা সচেতন হতে হবে। শনিবার দুপুরে নগরভবনের সিটিহল সভাকক্ষে মেডিকেল বর্জ্য (আউট হাউজ) ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী

কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা.গোপেন্দ্র নাথ আচার্য ও রাজশাহী প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ এস.এম.এ মান্নান। আরো বক্তব্য দেন রাজশাহী বিশ^বিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডাঃ তবিবুর রহমান শেখ, খ্রিস্টান মিশন হাসপাতালের পরিচালক ডাঃ ডেবিট খান, রাজশাহী জেনারেল হাসপাতালের পরিচালক সাব্বির হোসেন, বক্ষব্যাধি হাসপাতালের ডাঃ আমির হোসেন প্রমুখ।

খবর ২৪ ঘণ্টা/আরএস 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।