সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১৭ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ভার্সন
জুন ১৭, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে ঘিরে প্রশাসনের সকল স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা পরেছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, মঙ্গলবার পঞ্চমধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯। এরই অংশ হিসেবে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সুন্দরগঞ্জ পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নের ১শ’ ১১টি ভোট কেন্দ্রে ১শ’ ১১জন প্রিজাইডিং সমসংখ্যক সহকারী প্রিজাইডিং অফিসার ছাড়াও রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক পোলিংক অফিসার। নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন, দায়িত্ব রয়েছেন ১৬ জন, ম্যাজিস্ট্রেট, ৩ জন

অতিরিক্ত পুলিশ সুপার, ২১টি মোবাইল টীম, প্রত্যেক কেন্দ্রে ৪ জন করে পুলিশ নিয়োজীত থাকায় মোট ৭শ’ ৩৫ জন পুলিশ সদস্য মধ্যে ১শ’ ৩৫ জন পুলিশ অফিসার। বিজিবি ৫ প্লাটুন, র‌্যাব ৪ প্লাটুন। এছাড়া, সাদা পোশাকধারী ১৭ জন অফিসারসহ ১শ’ ৪৬ জন। প্রত্যেক ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবেন ১২ জন করে। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২শ’ ১৮ জন।

এ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৪ জন। এরা হলেন, আশরাফুল আলম সরকার (নৌকা), আহসান হাবিব (লাঙ্গল) খয়বর হোসেন সরকার (ঘোড়া) গোলাম আহসান হাবীব মাসুদ (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতাকারী ৬ জন। এরা হলেন, আব্দুর রাজ্জাক তরফদার (টিউবওয়েল), আল-শাহাদৎ জামান (তালা), আসাদুজ্জামান মনি (লাঙ্গল) শওকত আলী (টিয়াপাখি), সফিউল ইসলাম (চশমা), সুরজিত কুমার সরকার

(বৈদ্যুতিকবাল্ব)। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন, ৫ জন। এরা হলেন আল্পনা রানী গোস্বামী (ফুটবল), উম্মে সালমা (হাঁস), হাফিজা বেগম (কলস), হোসনে আরা বেগম (লাঙ্গল) ও ফেরদৌসী বেগম (প্রজাপতি)। এ নিয়ে পৃথক ভাবে কথা হলে সকল প্রার্থীসহ সাধারন ভোটাররা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।