ঢাকাশনিবার , ৬ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে চরাঞ্চলবাসীর দুর্ভোগ লাঘবে কাঠের সাঁকো নির্মাণ

অনলাইন ভার্সন
জুলাই ৬, ২০১৯ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪০হাজার চরাঞ্চলবাসীর যাতায়তের দুর্ভোগ লাঘবে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার তারাপুর ইউনিয়নের ভাটির চর (বোল্ডারের মাথা) নামক স্থানে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও জনসাধারণের নিজস্ব অর্থায়নে তিস্তার শাখা নদীর উপর কাঠ ও বাঁশ দিয়ে ২’শ ৫০ ফুট দীর্ঘ এ সাঁকো নির্মাণ করা হয়।

শুক্রবার (০৫জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোঃ সোলেমান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে যাতায়তের জন্য সাঁকোটি উন্মুক্ত করেছেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইউপি চেয়ারম্যানের এ মহতী উদ্যোগের ফলে আজ প্রায় ৪০ হাজার দ‚র্গম চরাঞ্চলবাসীর দীর্ঘ ৪৮ বছর পর যাতায়তের কষ্ট লাঘব হলো। যা সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে অসহায় এ চরাঞ্চলবাসীর যাতায়তের একমাত্র মাধ্যম ছিল নৌকা। এর ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতেন। সাঁকোটি নির্মাণের ফলে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে হলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য- ভোলা মিয়া ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩শতাধিক জনসাধারণ।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।