ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে খামারে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

omor faruk
নভেম্বর ১৭, ২০১৯ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাছের খামারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জরমনদী (মধ্যপাড়া) গ্রামের খলিলুর রহমানের পুত্র মোঃ সাজেদুল ইসলাম স্বাধীনের ১ একর ১০ শতাংশ মাছের খামারে কে বা কাহারা শনিবার দিবাগত গভীর রাতে উক্ত খামারে বিষ প্রয়োগ করে। ফলে রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। মাছগুলো কিছুদিন গেলেই বিক্রি করা যেত বলে জানা গেছে। এ ব্যাপারে কথা হয়- সাজেদুর ইসলাম

স্বাধীন, তার বাবা খলিলুর রহমান ও আরেক ভাই বিপ্লব মিয়ার সাথে। তারা এ প্রতিনিধিকে জানান, “পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি। আশা ছিল মাছ বিক্রয় করে ব্যাংকের ঋণ পরিশোধ করব। একই সাথে পরিবার পরিজন নিয়ে লভ্যাংশ দিয়ে জীবন যাপন করব। কিন্তু এখন দেখছি- ঋণ পরিশোধ করা তো দুরের কথা, জীবন বাঁচানোই দায়। এ ব্যাপারে কথা হয়- অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান’র সাথে। তিনি বলেন- বিষ দিয়ে মাছ নিধনের বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।