সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় আইএসের হামলায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
মার্চ ৭, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিরিয়ায় হামলায় ইসলামিক স্টেটের (আইএস) কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে আরও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জোরে মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বন্দুকধারীদের হাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। যদিও গোষ্ঠীটির পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো দাবি করা হয়নি।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলার পর থেকে আরও ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে সিরিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দায়েশের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আবার কোনো কোনো সংবাদমাধ্যম ৪০ জন নিহতের খবর দিচ্ছে।

মরুভূমির ট্রাফল এক ধরনের ভোজ্য ছত্রাক যা শুষ্ক এলাকায় মাটির নিচে জন্মায়। সিরিয়ায় যেখানে ন্যূনতম মাসিক মজুরি প্রায় ১৪ মার্কিন ডলার সেখানে প্রতি কেজি ট্রাফল ৩৫ মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে।

গত বছরও বেশ কয়েকটি বন্দুক হামলায় বহু সংখ্যক সিরিয়ান ট্রাফল শিকারী নিহত হয়েছিলেন।

জ/ন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।