ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সহকর্মীর গুলিতে ৩ সৌদি সেনা নিহত

অনলাইন ভার্সন
জুন ২৫, ২০১৯ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: সৌদি আরবে এক সহকর্মীর গুলিতে তিন সেনা নিহত হয়েছেন। সোমবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এক সেনা তার তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আস-সাবাক নিউজ জানিয়েছে, তিন সেনাকে হত্যার পর ঘাতক ওই সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

তবে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রকাশ করেনি। তারা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। সৌদির জিযান প্রদেশটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী হামলা চালাচ্ছে।
দরিদ্র প্রতিবেশী ও মুসলিম দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনে মানুষ হত্যার প্রতিবাদে স্বাধীনচেতা কোনো সেনা এই হত্যাকাণ্ড চালিয়ে থাকতে পারেন বলে কেউ কেউ মনে করছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।