ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

লোগো পরিবর্তন করলো বিটিএল

omor faruk
মার্চ ১৯, ২০১৯ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সিকুরিটি ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠান বিটিএল সম্প্রতি তাদের লোগোতে পরিবর্তন এনেছে। গত বুধবার প্রতিষ্ঠানটির মিরপুর কার্যালয়ে নতুন লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান। এ সময় উপস্থিত ছিলেন জয়েন্ট প্রতিষ্ঠান ইহান ইন্টারন্যাশনাল এর সিইও সারাফুল ইসলাম, সাব এসিটেন্ট ইঞ্জিনিয়ার মুকুল ইসলাম । নতুন লোগোতে ইংরেজি বড় হরফে লেখা আছে ‘বিটিএল’। ‘বিটিএল’ লেখার নিচে লেখা বেসিক ট্রেড লাইন এবং সম্মুখে একটি চতূর্ভূজ

আড়াআড়ি করা যার মধ্যে বৃত্তের ভিতর ক্যামেরার আইকন। ‘বিটিএল’ এর ভিতর দিয়ে একটি অর্ধবৃত্ত গিয়েছে যা তড়িৎ যোগাযোগকে নির্দেশ করছে। লোগোটিতে ব্যবহার করা হয়েছে ধূসর ও নীল রঙ। আরাফাত রহমান বলেন, “বর্তমানে মানুষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে বেশি জোর দিচ্ছে, তা বাণিজ্যিক হোক আর ব্যক্তিগত বিষয় হোক। সব ধরনের নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহনের পণ্য কেনা-বেচার নিশ্চয়তার জন্য আমরা বিভাগীয় পর্যায়ে শাখা অফিস চালু করার প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমরা ভালমানের পণ্যের সঠিক মানের নিশ্চয়তা ও সময় বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।