ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালে ৬ মাসের শিশুর পেট থেকে বের করা হলো বৃহৎ টিউমার

khobor
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ মাস বয়সি তাফসির নামের এক শিশুর পেটে অস্ত্রপাচার করে বৃহৎ একটি টিউমার বের করা হয়েছে। ওই শিশুর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। সে বাঘা উপজেলার ওয়াসিমের ছেলে। প্রথমে হাসপাতাল জুড়ে গুজব ছড়িয়ে পড়েছিল শিশুর পেট থেকে বাচ্চা বের করা হয়েছে। এটি মুহূর্তের মধ্যে গোটা রাজশাহী ছড়িয়ে পড়ে। বিষয়টির সত্যতা জানতে গণমাধ্যম কর্মীরাও হাসপাতালের ৯ নং ওয়ার্ডে ভিড় জমায়। মঙ্গলবার রামেক হাসপাতালের নয়া অপারেশন থিয়েটারে ওই শিশুর অস্ত্রপাচার করে

প্রায় হাফ কেজি ওজনের টিউমার বের করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী। মঙ্গলবার সকালে তার অস্ত্রপাচার সম্পন্ন হয়। সন্ধ্যায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. নওশাদ আলী বলেন, প্রথমে গুজব ছড়িয়ে পড়েছিল। আমি নিজেই শিশুটির অপারেশন করেছি। পেট থেকে হাফ কেজি ওজনের টিউমার বের করা হয়েছে। এ ছাড়া অন্য কিছু নয়। শিশুটি সুস্থ রয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।