ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালে করোনায় আরও ৫ জনের মৃত্যু

অনলাইন ভার্সন
আগস্ট ৩১, ২০২১ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জন ও ১ জন করোনা নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৯২তম দিনে মোট ১২৫২ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় ১ জন করে এবং নাটোরের ২ জন মারা গিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৬২ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪৫%।

এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রামেক হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৮৬টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৫৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।