ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৫

khobor
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু ও ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৗঁছেছে ৯৭ হাজার ৯৫৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৬০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৭৫৯ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৯ জন, বাঘা উপজেলায় ৬৬২ জন, চারঘাট উপজেলায় ৭৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৫৮০ জন, পুঠিয়া উপজেলায় ৬৬২ জন, পবা উপজেলায় ৬৫০ জন, তানোর উপজেলায় ৪৫৮ জন, গোদাগাড়ী উপজেলায় ৫৫১ জন ও মোহনপুর উপজেলায় ৪১০ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৯৫৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৬০ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। ৯৩ হাজার ৭৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৭৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৬০৯ জন, নওগাঁ ৬৩৬৭ জন, নাটোর ৮৩০৬ জন, জয়পুরহাট ৪৫৮৫ জন, বগুড়া জেলায় ২১ হাজার ৪৪০ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ২৭৭ জন ও পাবনা জেলায় ১২৬১০ জন। মৃত্যু হওয়া ১৬৬০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩১২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৭ জন, নওগাঁ ১৪১ জন, নাটোর ১৭২ জন, জয়পুরহাট ৫৯ জন, বগুড়া ৮৩ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১২৪৫৭ জন।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।