ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর বৃহৎ ম্যুরাল উদ্বোধন

khobor
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
দেশ সেরা ও ঐতিহ্যবাহী বিদ্যাপিট রাজশাহী কলেজে বাঙ্গালি জাতির জনক ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃহৎ ম্যুরাল প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাণকেন্দ্রের সামনে বৃহৎ আকৃতির এ ম্যুরালটি উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন

পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক প্রমূখ। রাজশাহী কলেজ অধ্যক্ষ জানান, ২৫ ফুট দৈর্ঘ ও ২২ ফুট প্রস্থের এই ম্যুরালটি এক মাস ১৯ দিনে রাজশাহী কলেজে নির্মাণ করা হয়েছে। এটি তৈরি

করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ড. মো. আমিরুল মোমেনীন চৌধুরী ও সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ লাখ ২০ হাজার টাকায়। রাজশাহী কলেজের উদ্যোগে এ ম্যুরালটি নির্মাণ করা হয়।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।