ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে উৎসব মুখবর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

omor faruk
মার্চ ১৪, ২০১৯ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আনন্দঘন পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন শ্রেণির জন্য পৃথক বুথ তৈরি করে ভোট নেন প্রিজাইডিং কর্মকর্তারা। রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, রাজশাহী জেলায় ৫৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন চলছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শিক্ষার্থী ভোটারদের

স্বঃতস্ফূর্ত উপস্থিতিতে স্কুলে স্কুলে ভোট উৎসব হয়। সার্বিক সহযোগিতা করেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষকরা। জানা গেছে, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের লক্ষ্য সমূহের মধ্যে রয়েছে অন্যের মতামতের প্রতি সহিঞ্চুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে শিক্ষক মন্ডলীকে সহায়তা করা, শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, বৃক্ষরোপণ ইত্যাদি কাজে তারা অংশগ্রহণ করবেন।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।