ঢাকারবিবার , ১০ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর আটটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

omor faruk
মার্চ ১০, ২০১৯ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৮টি উপজেলার মধ্যে ৬টি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটে তানোর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত জন লুৎফর হায়দার রশীদ ময়না, গোদাগাড়ীতে জাহাঙ্গীর আলম, পুঠিয়ায় জিএম হীরা বাচ্চু, বাগমারায় অনিল কুমার, দুর্গাপুরে নজরুল ইসলাম ও চারঘাটে ফকরুল ইসলাম। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাঘায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়েব উদ্দিন লাভলু ও মোহনপুরে আব্দুস সালাম। রোববার মোহনপুর ও বাঘা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে প্রার্থী না থাকায় ভোটার উপস্থিতি আরো কম ছিলো এই দুই উপজেলায়। আমাদের তানোর প্রতিনিধি জানায়, রাজশাহীর

তানোর উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৩৭ হাজার ২২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৩৬ হাজার ৮৩৬ ভোট। ৩৮৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ময়না। এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রোববার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আবু বক্কর। গোদাগাড়ীতে আ’লীগ দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম ৪৯ হাজার ৫০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী

বদিউজ্জামান আনাররস প্রতীকে ১৮ হাজার ৫০২ ভোট পান। ৯৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। একটির ভোট স্থগিত হয়। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান আ’লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ৩৫ হাজার ৩১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ সরদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৯১ ভোট। নৌকার প্রার্থী ৬ হাজার ৭২০ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে রোববার

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গনণা শেষে বেসরকারী ফলাফলে নজরুল চেয়ারম্যান নির্বাচিত হন। রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩৯ হাজার ৯৫৭ ভোট পেয়ে আ’লীগ মনোনীত প্রার্থী জিএম হিরা বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনসার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৩ ভোট। এর আগে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এরপর গনণা শুরু হয়। বেসরকারী ফলাফলে বাচ্চু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তবে বিএনপি ভোটে না থাকায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিলো।

বাগমারা প্রতিনিধি জানায়, রাজশাহীর বাগমারা উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী অনিল কুমার নৌকা প্রতীকে ৩২ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন ৩ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। ১০৬ টি কেন্দ্রে রোববার সকাল থেকে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার। শতকরা ১৩ পার্সেন্ট ভোট পড়েছে। তবে বিএনপি ভোটে না আসায় কেন্দ্রে ভোটার উপস্থিত খুবই কম ছিলো। চারঘাটে ফকরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন।

খবর ২৪ ঘণ্টা/আরএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।