ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ৮ লাখ জাল টাকাসহ চারজন আটক, সরঞ্জাম উদ্ধার

omor faruk
মার্চ ২০, ২০১৯ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৮ লাখ জাল টাকাস চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন এর নেতৃত্বে নগরীর কাটাখালি থানাধীন দেওয়ানপাড়া এলাকায় সাব-ওয়ে ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সামাউনের ছেলে জনি হাসান (২৪), মাসুদ রানার ছেলে জনি আলী (২৬), নুরুলের ছেলে ইনসান মিয়া (২২), ও রেজাউলের

ছেলে সুমন রানা (২৭)। এরমধ্যে ৮১২ টি এক হাজার টাকার নোট সহ মোট ৮ লাখ ১২ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাটাখালি থানাধীন হরিয়ান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী সুমন রানা(২৭) এর দোতলা বাড়ীর নীচতলার একটি কক্ষ হতে জাল টাকা তৈরির সরঞ্জাম একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার ও জালটাকা তৈরির কাগজ উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।