ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম, প্রতি কেজি ৭০ টাকা

khobor
সেপ্টেম্বর ২০, ২০১৯ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। দাম বেড়ে এখন নগরীর বাজারগুলোতে পেঁয়াজের দাম উঠেছে ৭০ টাকা কেজি। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি। এভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি হবে। হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা চরম বিপাকের মধ্যে পড়েছেন। শুধু পেঁয়াজই নয় অন্যান্য সবজির দামও বেড়েছে। শুক্রবার সরজমিনে রাজশাহী মহানগরীর

বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। নগরীর প্রত্যেকটা বাজারেই দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি ধরে। অথচ এক মাস আগেই দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা প্রশাসন থেকে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। সবজি কিনতে আসা সাইমুম নামের এক ক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, কম সময়ের মধ্যে যেভাবে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম বাড়ছে তাতে বাজার করা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ যেভাবে সবজির দাম বাড়ছে সেভাবে সাধারণ মানুষের আয় বাড়ছে

না। তাই এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ কামনা করছি। আরেক ক্রেতা লাভলু বলেন, যারা সিন্ডিকেট করে সবজিসহ পেঁয়াজের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এভাবে বাড়তে থাকলে সবকিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।
এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে। খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করা সম্ভব হবে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।