ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিপুল পরিমাণ জাল সৌদি রিয়ালসহ আটক ৪

omor faruk
মার্চ ২৫, ২০১৯ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ জাল সৌদি রিয়ালসহ চারজনকে আটক করেছে। সোমবার নগর গোয়েন্দা পুলিশ লক্ষীপুরে অবস্থিত সেঞ্চুরি আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে ও লক্ষীপুর মোড়ে সেঞ্চুরী আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে বৈদেশিক

মুদ্রা জালকারী চক্রের ৪ জন সদস্যকে ২টি ১০০ সৌদি রিয়ালের আসল নোট মোট মূল্যমান ২০০(দুইশত) রিয়াল ও ২০১ টি ১০০ সৌদি রিয়ালের জাল নোট মোট মূল্যমান ২০,১০০ (বিশ হাজার একশত) রিয়াল সহ হাতেনাতে গ্রেফতার করেন। গোপন সংবাদের প্রেক্ষিতে মহানগর ডিবি অভিযান চালিয়ে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে থেকে আসামী টুটুল মোল্লা(৪৫), ইলু শেখ (৩২), ঞঐঅও ওঘঞঊজঘঅঞওঙঘঅখ লেখা হাতল ও চেইন যুক্ত সবুজ রংয়ের একটি ব্যাগের ভিতরে একটি গামছার মধ্যে ভাঁজ করা প্যাঁচানো খবরের কাগজের মধ্যে ১টি

ভিমবার সাবান ও ২টি ১০০ সৌদি রিয়ালের আসল নোট মোট মূল্যমান ২০০(দুইশত) রিয়াল যাহার নম্বর ৭১৯/৯২৩২২৯ ও ৭৯৪/৫৭১০০৯ এবং ১০১ টি ১০০ সৌদি রিয়ালের জাল নোট সহ আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড়ে সেঞ্চুরী আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে মমতাজ উদ্দিন (২৮) বাবলু শেখ (৩৫) কে আটক করা হয় এবং তাদের উভয়ের নিকট থেকে

উদ্ধার করা হয় আরো ১০০টি ১০০ সৌদি রিয়ালের জাল নোট মোট মূল্যমান ১০,১০০/-(দশ হাজার একশত) রিয়াল সহ যাহার প্রত্যেকটির একই নম্বর ৭১২/৩৪১৯২৯ যাহাতে ইংরেজিতে ঝঅটউও অজঅইঅওঘ গঙঘঊণঞঅজণ অএঊঘঈণ লেখা সহ আরবি ও ইংরেজিতে অন্যান্য লেখা আছে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।