সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ৩০ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিএনপির বর্ধিত সভা

omor faruk
নভেম্বর ৩০, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষে শুক্রবার বিকেলে ১১নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নগরীর শাহজিপাড়ায় সভায় সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা,সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্য ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও বিএনপি মনোনীত রাজশাহী সদর আসনের প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপি’র সহ-সভাপতি দিলদার হোসেন ও মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। অন্যদের মধ্যে মহানগর জিয়া পরিষদের সভাপতি

এ্যাডভোকেট চানে আলম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহপুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুবদল নেতা রাকিব ও রাহিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, এই নির্বাচনে বিএনপি’র বিজয় কোনভাবেই এই অবৈধ সরকার রোধ করতে পারবেনা। নির্বাচন কমিশন যতই সরকারের আজ্ঞাবহ কাজ করুক এবং বিএনপিকে বাধা দেওয়ার চেষ্টা করুক বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন ছেড়ে যাবেনা। এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি সেন্টার এবং বুথ আগের দিন থেকে পাহারা দিতে হবে। নইলে এই অবৈধ

সরকার তার গু-াবাহিনী দিয়ে দখল করে নৌকার প্রার্থীর পক্ষে ভোট দেবে। এই সুযোগ তাদের কোন ভাবেই দেওয়া যাবেনা বলে জানান তিনি। যারা সাহসী এবং দলের প্রতি অনুগত এবং যেকনো পরিস্থিতিতে পিছিয়ে যাবেনা সেইসকল নেতাকর্মীদের নিয়ে সেন্টার কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন মিনু। তিনি আরো বলেন, বিএনপি’র নিশ্চিত বিজয় জেনে সরকার এবং তার দোসরা মরণ কামড় দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই কুচক্রী মহলের ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের পরামর্শ প্রদান করে তিনি।

খবর ২৪ ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।