ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ফলের ফরমালিন পরীক্ষা করল বিএসটিআই

omor faruk
মে ১৪, ২০১৯ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আপেল ও কমলাসহ বিভিন্ন ধরণের ফলের মধ্যে ফরমালিন মেশানো আছে কিনা তা পরীক্ষা করেছে বিএসটিআই। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর রেলগেট ও সাহেব বাজারে ফলের ফরমালিন পরীক্ষা করে বিএসটিআই’র টিম। জানা গেছে, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর রেলগেটের ফলের দোকানের আপেল, কমলা, আঙ্গুরসহ বিভিন্ন ফল পরীক্ষা করেন।

পরীক্ষা করে কোনো ফরমালিন পায়নি টিমটি। এরপর নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনের ফুটপাতের ফলের ফরমালিন পরীক্ষা করেন দলটি। সেখানেও ফলের মধ্যে ফরমালিন পায়নি তারা। এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই’র প্রকৌশলী আসলাম শেখ, ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, পরীক্ষক উজ্জল কুমার সিনহা ও পরিদর্শক শাহ আলম পলাশ খান।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।