ঢাকাসোমবার , ৪ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে চার প্রতিষ্ঠানকে সাড়ে দশ হাজার টাকা জরিমানা

omor faruk
মার্চ ৪, ২০১৯ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে জেলা ও বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর গতকাল সোমবার নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সাহেব বাজার, নিউমার্কেট ও সাধুর মোড়ে অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১০,৫০০ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার কার্যালয়ের পরিচালক অপুর্ব অধিকারী ও বিভাগীয় অফিসের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। সাহেব বাজারের বিস্কুট বিপনীকে মেয়াদ

উত্তীর্ণ কোমল পানীয় রাখার দায়ে ২০০০টাকা, নিউমার্কেটের মাইডাস রেষ্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ৫০০০টাকা, বিন্দুর মোড় এলাকায় খোলা আকাশের নিচে হায়দারের দোকানে পঁচা ও বাসি ফাস্টফুড বিক্রির দায়ে ৫০০টাকা এবং সাধুর মোড় এলাকার ফ্রেন্ডস মেগা বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখার দায়ে ৩০০০টাকা জরিমানা করা হয় বলে মারুফ জানান। এধরনের অভিযান পরিচালনা আগামীতে করা হবে বলে উল্লেখ করেন তিনি।

খবর ২৪ ঘণ্টা/আরএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।