ঢাকাসোমবার , ২০ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধে জড়ালে শেষ হয়ে যাবে ইরান: ট্রাম্প

অনলাইন ভার্সন
মে ২০, ২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ালে তারা ধ্বংস হয়ে যাবে।

রোববার ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। তাই যুক্তরাষ্ট্রকে আর কখনও হুমকি দিও না।’

যদিও মাত্র কদিন আগেই তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সম্ভবনা নাকচ করে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে কিনা। জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘আমি এমনটা মনে করি না।’

একই কথা বলেছিলো ইরানও। গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফ সে দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে বলেছিলো, ‘এখানে কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা যুদ্ধ চাই না। তাই কেউ যেন এই বিভ্রান্তির শিকার হয় না যে তারা এই অঞ্চলে ইরানের সঙ্গে লড়াই করে জিততে পারবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৌদি বাদশাহ সালমান ৩০শে মে মক্কায় এক জরুরি বৈঠকে বসার জন্য আরব লীগ এবং উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সদস্যদের আমন্ত্রণ পাঠিয়েছেন।

সূত্র: বিবিসি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।