ঢাকাসোমবার , ৩০ এপ্রিল ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরে কালবৈশাখী শিলা বৃষ্টিতে আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি

R khan
এপ্রিল ৩০, ২০১৮ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুরে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার মৌগাছী ইউনিয়ন গোপালপুর, হরিপুর, চাঁন্দপাড়া,দরিয়াপুর বেড়াবাড়ী, বড়ডাং, বাকশিমইল ইউনিয়ন পত্রপুর, খাড়ইল, মীরপুর, পরিজুনপাড়া, ধূরইল ইউনিয়ন আমরাইল পোল্লাকুড়ি, ধূরইল,মহব্বপুর, শিবপুর বড় বিল, পালশা খানপুর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক সংখ্যক গাছ উপড়ে ও ডালপালা ভেঙ্গেছে কাঁচাঘর বাড়ী আম ও উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি ও শিলাবৃষ্টি কারণে কাঁচা ঘরবাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে,উপজেলায় এ বছর ৭ হাজার ৪শত ৪০ হেষ্টর জমিতে কৃষকরা বোরো চাষ আবাদ করেছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন জানান, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ৩ ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ হেষ্টর।

সোমবার বেলা ১২ টায় ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।