ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মৃত মুদি দোকানদার করোনা আক্রান্ত ছিলেন

khobor
এপ্রিল ৬, ২০২০ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে শনিবার (৪ এপ্রিল) মারা যাওয়া ৪৫ বছর বয়সী মুদি দোকানদার করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ।

তিনি বলেন, ঢাকা থেকে ওভার টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো। তিনি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা করছেন সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়নি। তার বাড়ি রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে।

সিলিভ সার্জন অফিসের মেডিকেল অফিসার রোকসানা ওয়াহিদ রাহি জানান, তিনি ৪ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে মারা যান। ওই ব্যক্তি মুদি দোকানদার ছিলেন।

তিনি বলেন, ওই গ্রামের প্রায় ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া আছে। মৃত ব্যক্তির বাড়ি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, মৌলভীবাজারে এ পর্যন্ত মোট ৮৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এরমধ্যে ৬০৬ জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।