ঢাকারবিবার , ১৪ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাঠে ফেরার দিনে বড় জয় পেল বার্সেলোনা

Abir k24
জুন ১৪, ২০২০ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলো বার্সেলোনা। তবে শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে দিয়ে আবারো মাঠে ফিরেছে কিকে সেতিয়েনের দল। এদিন ৪-০ গোলে বড় জয়ও পেয়েছে তারা। একটি করে গোল করেন আর্তুরো ভিদাল, মার্টিন ব্রাথওয়েট, জর্দি আলবা ও মেসি।

গত ডিসেম্বরে লিগে প্রথম দেখায় লিওনেল মেসির হ্যাটট্রিকে মায়োর্কাকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

ম্যাচ শুরু হতে না হতে প্রথম আক্রমণেই গোল আদায় করে নেয় বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস পেয়ে বাঁ দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান আলবা। লাফিয়ে নেয়া হেডে বল জালে জড়ান চিলির মিডফিল্ডার ভিদাল। 

৩৬তম মার্টিন ব্রাথওয়েটের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। পেনাল্টি স্পটের কাছাকাছি মেসির হেড থেকে বল পেয়ে জোরালো শটে ঠিকানায় পাঠান এই ডেনিশ ফরোয়ার্ড। জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেয়ার পর দলটির হয়ে লা লিগায় এটা তার প্রথম গোল।৭৯তম মিনিটে দারুণ এক গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আলবা। মাঝ মাঠের কাছ থেকে মেসির উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা।

যোগ করা সময়ে জালের দেখা পান মেসি। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা লুইস সুয়ারেসের কাছ থেকে ডি-বক্সে বল পান। জায়গা করে নিয়ে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক। 

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১২ আসরে অন্তত ২০ গোলের কীর্তি গড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

২৮ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬১। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। খবর২৪ঘন্টা /এবি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।