ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মশার জ্বালায় অতিষ্ঠ রাজশাহী মহানগরবাসী

omor faruk
মার্চ ১৯, ২০১৯ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক :
মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজশাহী মহানগরবাসী। মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। তবে রাজশাহী সিটি কর্পোরশনের মশক নিধন শাখার দাবি, মশার বংশ বিস্তার রোধে লাভা ধ্বংসে কাজ করা হচ্ছে। মশা যাতে বংশ বিস্তার না করতে পারে এবং পরিবেশ ঠিক থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ফেব্রুয়ারীর মাসের মাঝামাঝি থেকেই রাজশাহী মহানগরজুড়ে মশার উপদ্রব বেড়ে গেছে। মশার উপদ্রব বাড়লেও রাসিকের পক্ষ থেকে মশা নিধনে দৃশ্যমান কার্যক্রম দেখা যাচ্ছেনা নগরবাসী অভিযোগ

করছেন। যার কারণে দিনের পর দিন মশার উপদ্রব আরো বেড়ে চলেছে। মশার হাত থেকে বাঁচতে নগরীর বাসিন্দারা কয়েল জ্বালিয়ে মশা তাড়াতে চেষ্টা করছেন। আবার অনেকে সন্ধ্যায় মশরির মধ্যে ঢুকে যাচ্ছেন। মশার বাড়তি উপদ্রব নিয়ে নগরবাসীর অভিযোগের শেষ নেই। নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকার নাজমা নামের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এবার গরম পড়ার আগে থেকেই মশার উপদ্রব বেড়েছে। কিন্ত তা নিধনে রাসিক কোন পদক্ষেপ নিচ্ছে না। ফগার মেশিন দিয়েও আর মশা মারা হচ্ছেনা। আগে ফগার মেশিন চললে তারপর মশা কমে যেতো। নগরীর সিটি বাইপাস এলাকার আব্দুল্লাহ

নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, দিন দিন মশার উপদ্রব্য বেড়েই চলেছে। মশার জ্বালায় ঘরের মধ্যে বা যেকোনা জায়গাতে বসে থাকা দায় হয়ে পড়েছে। কয়েল জ্বালানো ছাড়া বসে থাকা যাচ্ছে না। মশা নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাজশাহী সিটি কর্পোরেশনের মশক নিধন শাখার পরিদর্শক সানাউল্লাহ বলেন, লাভা ধ্বংসের কাজ অব্যাহত রয়েছে। এই কার্যক্রম চলবে। এর মাধ্যমে বংশবিস্তার রোধ করা যায় ও পরিবেশ ভালো থাকে। তবে উড়ে বেড়ানো মশা মারার ওষুধ এই মুহূর্তে নেই। দীর্ঘদিন এটার টেন্ডার হয়নি। কিছুদিনের মধ্যে হতে পারে।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।