ঢাকাশনিবার , ২০ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মজুরি বৃদ্ধির দাবিতে আজও চলছে চা শ্রমিকদের ধর্মঘট

খবর২৪ঘন্টা ডেস্ক
আগস্ট ২০, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে অষ্টম দিনের মতো কর্মবিরতি শুরু হয়েছে।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে শনিবার (২০ আগস্ট) সকাল থেকেই এ কর্মবিরতি শুরু করে দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। তারা কাজে না গিয়ে নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন।

১৩ আগস্ট থেকে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়। এরপর শ্রীমঙ্গলে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন। কিন্তু সেখানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় অমীমাংসিত থেকে যায় বৈঠক।
এদিকে শনিবার সকাল থেকেই মৌলভীবাজার জেলার সqবকটি চা বাগানে যথারীতি কর্মবিরতি চলছে। চা বাগানের পাতা তোলার কাজ ও কারখানার বন্ধ রয়েছে। বাগানের ভেতরে অবস্থান ধর্মঘট, মিছিল ও দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।