সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৯ মে ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ভোলাহাটে প্রতিবন্ধিতা বিষয়ে দিনব্যাপী ওরেয়েন্টশন

R khan
মে ৯, ২০১৮ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে অটিজম ও নিউর-ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা বিষয়ে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ-NAAND মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান।

১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যাদ্বয় লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, মুশফিকুল ইসলাম তারা, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুল গণি।

এ’ছাড়া দুপুরের পর ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম। উদ্বোধনি অনুষ্ঠানে ওয়ার্কশপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্কশপের সভাপতি মাষ্টার ট্রেইনার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান।

পরে দিনব্যাপী ওয়ার্কশপে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ গোলাম সারোয়ার, মাস্টার ট্রেইনার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক মোশিদুল ইসলাম। ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, সূধী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ  

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।