ঢাকাশনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাটোর থেকে দেশের সকল রুটে বাস চলাচল শুরু

omor faruk
ফেব্রুয়ারি ২, ২০১৯ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি:

প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর নাটোর থেকে দেশের সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (০২ ফেব্রুয়ারী) দুপুর থেকে ফের ধীরে থীরে বাস চলাচল শুরু হয়েছে। নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নিখোঁজের ঘটনায় তার সমর্থকরা শুক্রবার সড়ক-মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করে। আজ শনিবার পূনরায় অবরোধের হুমকি দেয়। এ অবস্থায় যান মালের নিরাপত্তার স্বার্থে

মালিক-শ্রমিকরা সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রাখে। পরে পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় দুপুর সাড়ে ১২ টার দিক থেকে ধীরে ধীরে বাস চলাচল শুরু হয়। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই) মোঃ মোজাম্মেল হক জানান, দুপুরের দিক থেকে দুই একটি করে বাস চলাচল শুরু হয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। বৃহস্পতিবার মধ্য রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।