ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিষ্টার আমিনুলের রোগমুক্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

omor faruk
মার্চ ১৪, ২০১৯ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সভাপতি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও এমপি ব্যরিস্টার আমিনুল হকে’র আশু রোগমুক্তি কামনায় দোয়া রাজশাহী মহানগরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ নগর বিএনপির দলীয় মহানগর বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম

খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রুয়েটের শিক্ষক আব্দুর রাজ্জাক। আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান শরীফ, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির

হোসেন রিমন, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, অধ্যাপিকা সখিনা খাতুন, নুরুন্নাহার, সামসুন্নাহার, জরিনা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও নাহিন আহম্মেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ব্যারিস্টার আমিনুল হক একজন বিএনপি’র বলিষ্ঠ ও একনিষ্ঠ নেতা। তিনি সকল বাধা উপেক্ষা করে

বিএনপি’র হাল ধরে আছেন। তিনি একজন পরোপোকারী মানুষ। সর্বদা দেশের ও জনগণের উন্নয়নে কাজ করছেন। এই নেতার হঠাৎ করে এমনি একটি অসুখ হবে কেউ ভাবতে পারেনি। তিনি আমিনুল হকের আশুরোগ মুক্তিসহ বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন। সেইসাথে বেগম জিয়ার দ্রুত মুক্তির দাবী এবং মুক্তির আন্দোলনে সকলকে একসাথে রাজপথে নামার আহবান জানান। বক্তব্য শেষে ব্যারিস্টার আমিনুল হকের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খবর ২৪ ঘণ্টা/আরএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।