বৈদ্যুতিক আগুন থেকে রক্ষা পেল গোদাগাড়ী পৌর যুবলীগ নেতার বাড়ী
প্রকাশের সময় :
শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
গোদাগাড়ী প্রতিনিধিঃ বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের হাত থেকে বড় ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পেল গোদাগাড়ী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান দুরুলের বাসা।
শুক্রবার দুপুর ১ টার সময় এই আগুনের সূত্রপাত হয়।
মাদারপুর গ্রামের পৌর যুবলীগ নেতা দুরুল জানান, ঠিক দুপুর ১ টার দিকে বৈঠক খানা ঘরের ফ্যানের বৈদ্যুতিক সার্কিট হতে হঠাৎ আগুন লেগে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। ঘরের ভিতর হঠাৎ আগুন দেখে বাসার সবাই চিৎকার করতে থাকে। শুক্রবার জুম্মারর নামাযে আশে পাশের লোকনজন না থাকায় কি করবে তা বঝতে পারছিলো না। তবে এক সময় বৈদ্যুতিক লাইনের কাটাউট টেনে নিলে তা নিয়ন্ত্রণে আসে।
বাসার মহিলাদের চিৎকারে মসজিদ হতে মুসল্লিরা দ্রুত বের হয়ে এসে পানি দিয়ে আগুন নেভাতে থাকে। এতে আগুন দ্রুত নিভে যায়। তবে ঘরের টিন, বাস, ডালা,ফ্যান নষ্ট হয়ে যায়।খবর ২৪ঘণ্টা/ নই