সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুক হামলা, নিহত ১৪

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২, ২০১৯ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে।

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় গতকাল রোববার অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়। এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। কী কারণে এ হামলা, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জাতিগত ও ধর্মীয় সংঘাতে গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই তথাকথিত জিহাদিগোষ্ঠীর হামলায় মারা গেছে। এ নিয়ে প্রতিবেশী দেশ মালির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে রোববারের হামলার পর এক বিবৃতিতে আঞ্চলিক সরকার জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছে।

বুরকিনা ফাসোর আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় ‘পাদ্রী ও একাধিক শিশুসহ গির্জায় আগতরা নিহত হয়েছে’।
আরেকটি সূত্র জানিয়েছে, হামলার পর বন্দুকধারীরা স্কুটারে করে পালিয়ে যায়।
গত অক্টোবরে একটি মসজিদে হামলায় ১৫ জন নিহত ও দুই ব্যক্তি গুরুতর আহত হন।
২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় জিহাদি হামলা বেড়ে চলেছে। এ কারণে দেশটির কযেক হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।