সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বুধবার রাজশাহীতে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন

omor faruk
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
নতুন খেলোয়াড় তৈরি ও রাজশাহীতে দাবা জাগরণের লক্ষ্যে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে ও সিটি কর্পোরেশন এবং জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় প্রথম এএইচএম কামারুজ্জামান স্মৃতি উন্মুক্ত আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন বুধবার জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও ভুটানের ১০০ জন দাবাড়– অংশ নিবেন। টুর্নামেন্ট উপলক্ষে ১৫ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। টুর্নামেন্টের বাজেট ৪ লাখ টাকা। ৩৫

জন খেলোয়াড়কে পুরুস্কৃত করা হবে। টুর্নামেন্টে মোট প্রাইজ মানি ১ লাখ টাকা। প্রতিযোগিতা উপলক্ষে সোমবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়াম সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পেশ করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান কাউসার আলী ইতি। উপস্থিত ছিলেন, সদস্য সচিব মাহবুর রহমান মিল্টন, কো অপারেটিভ চেয়ারম্যান আশাফদৌলা শাহিন, সদস্য নজরুল ইসলাম সরকার ও তৌফিকুর রহমান রতন।

খবর ২৪ ঘণ্টা/আরএস 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।