ঢাকারবিবার , ১৯ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে বাংলাদেশ খুবই শক্তিশালী দল: ইংল্যান্ড অধিনায়ক

অনলাইন ভার্সন
মে ১৯, ২০১৯ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশকে এবারের বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবে দেখছেন স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান। তার মতে, এবারের আসরে মাশরাফী বিন মোর্ত্তজাদের খাটো করে দেখাটা মোটেও উচিত হবে না।

বিশ্বকাপের দলগুলোর সম্ভাবনা নিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ চ্যানেলকে বাংলাদেশ প্রসঙ্গে মর্গান বলেন, “বাংলাদেশ খুবই শক্তিশালী একটি দল। টুর্নামেন্টে তাদেরকে ছোট করে দেখা উচিত হবে না।”

সত্যি বলেছেন মর্গান। ইতিহাসের অন্যতম সেরা দল নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফর্মে আছেন দলের প্রত্যেক সদস্য। তাদের প্রস্তুতিটাও হয়েছে অসাধারণ। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতে বিশ্বকাপের আগে আরো উজ্জীবিত লাল-সবুজ শিবির।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটির ষষ্ঠবারের মতো শিরোপা জয়েরও জোরালো সম্ভাবনা দেখছেন মর্গান। অজিদের প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বকাপের বছর অস্ট্রেলিয়াকে জেগে উঠতে দেখা যায়। তারা বর্তমান চ্যাম্পিয়ন। আমি তাদেরকে শিরোপার শক্তিশালী দাবিদারই বলবো।”

বরাবরের মতো এবারও আসরের অন্যতম ফেভারিট ভারত। বিরাট কোহলির দলের শিরোপা জয়ের সম্ভাবনা কেমন? এমন প্রশ্নে মর্গানের দুই শব্দের উত্তর- “স্ট্রং চান্স।”

ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, “বিশ্বে পাকিস্তান সম্ভবত অন্যতম আনপ্রেডিক্টেবল দল। কিন্তু যখন বিশ্বকাপ আসে তখন তারা ধারাবাহিকভাবে অসাধারণ ভালো খেলে।”

বিশ্বকাপে নিজের দল ইংল্যান্ডেরও জোরালো সম্ভাবনা দেখছেন মর্গান।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।