ঢাকাসোমবার , ২০ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী জোট ঠেকাতেই ষড়যন্ত্রের জরিপ: মমতা

অনলাইন ভার্সন
মে ২০, ২০১৯ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ভোট শেষ হতেই ভারতে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। বুথ ফেরত জরিপের বরাতে খবর বেরিয়েছে, নরেন্দ্র মোদি আবার আসছেন ক্ষমতায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন। তিনি মনে করেন, বিরোধী দলগুলোকে জোট গড়তে না দিতে এসব প্রচার করা হচ্ছে।

বুথ ফেরত জরিপের ফল সামনে আসার পরই তার টুইট, ‘আমি এই বুথ ফেরত জরিপের গসিপে বিশ্বাস করি না। গুজব ছড়িয়ে হাজার হাজার ইভিএম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সাহসী থাকার আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমরা সবাই একসঙ্গে লড়ব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করার পর আনন্দবাজারের সঙ্গেও আলাপকালে একই কথা বলেন তৃণমূল নেত্রী, ‘এরা কেউ ভগবানের দূত নয়। এদের থিওরি বিশ্বাস করি না। এটা একটা চক্রান্ত। ইভিএম পাল্টে দিতে পারে। এটা আমার সন্দেহ। ইতিমধ্যে আমার চার-পাঁচজনের সঙ্গে কথা হয়েছে। ভাল করে পাহারা দিন। কোনোভাবেই যাতে ইভিএম পাল্টাতে না পারে।’

তার দাবি, পুরোটাই নরেন্দ্র মোদির পরিকল্পনা যাতে বিরোধী দল জোট বাঁধতে না পারে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।