সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বিধান অনুযায়ী খালেদার মামলা পরিচালিত হচ্ছে: ইনু

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্ক: খালেদা জিয়ার মামলার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘কেউই আইনের উর্দ্ধে নয়। আইন কানুন ও আদালতের বিধান অনুযায়ী বেগম খালেদা জিয়ার মামলা পরিচালিত হচ্ছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।’

.

শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘আইন প্রয়োগে বাধাদানকারীদের জন্য অন্য আইন আছে। সুতরাং বেগম খালেদা জিয়া বা তার দোসররা যদি বিচারকার্যকে বাধাগ্রস্ত করে তাহলে আইন প্রয়োগের বাধাদানকারী হিসেবে তার আলাদা মামলা হতে পারে।’

জাসদ সভাপতি জনগণের উদ্দেশে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের নেত্রী শেখ হাসিনার পক্ষে অটল হয়ে দাঁড়ান। রাজাকারের বন্ধু, জঙ্গীর সঙ্গী বেগম খালেদা জিয়াকে বর্জন করে বাংলাদেশকে চক্রান্ত, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা করুন।’

এ সময় জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।