ঢাকামঙ্গলবার , ৭ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বিএসটিআই’র অভিযানে এপ্রিল মাসে ১৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

omor faruk
মে ৭, ২০১৯ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
এপ্রিল মাসে বিএসটিআই’র অভিযানে ১৮টি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ১৫টি সার্ভিল্যান্সের মাধ্যমে ১৮ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকার জন্য ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহারের দায়ে মামলাগুলো দায়ের

করা হয়েছে। এ ছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর আওতায় ওজন ও মাপে কারচুপির দায়ে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ৪টি মামলা দায়ের করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানানো হয়।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।