ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বাজারজাত শুরু হয়েছে রাজশাহী রেশম কারখানায় উৎপাদিত কাপড়

omor faruk
মে ১৬, ২০১৯ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেশম কারখানায় উৎপাদিত কাপড় বাজারজাত শুরু হয়েছে। রেশম কারখানায় রেশম চাষিদের উৎপাদিত গুটি থেকে প্রস্তুতকৃত খাঁটি রেশম কাপড় বিক্রয় করা হচ্ছে। স্বল্প পরিসরে চালু হওয়া রাজশাহী রেশম কারখানায় বিভিন্ন ধরনের ৭৬টি শাড়ী বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। রেশম কারখানার জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পাঞ্জাবী বা সালোয়ার কামিজ এর জন্য থান কাপড়সহ বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। গত বছরে চালু হওয়া রেশম কারখানায় এ পর্যন্ত ৪১২৩(চার হাজার একশত তেইশ) গজ কাপড় উৎপাদন করা হয়েছে। উৎপাদিত কাপড় ইতোমধ্যে

বিক্রয়ও করা হয়েছে। কারখানার ভারপ্রাপ্ত ম্যানেজারের মাধ্যমে উক্ত কাপড় বিক্রয় করা হচ্ছে। প্রয়োজনে তাঁর সাথে যোগাযোগ (মোবাইল নম্বর ০১৭৮০৪৭২৩৩৬) করে উক্ত কাপড় ক্রয় করা যাবে। মূলত এ যাত্রার মাধ্যমে বহুদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছে। রাজশাহীর ঐতিহ্য টিকিয়ে রাখার স্বার্থে রেশম উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট সকলে কাজ করে যাচ্ছে। বর্তমানে রাজশাহী রেশম কারখানায় মোট ১১টি লুম চালু রয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকে কারখানার চাকা চলমান রয়েছে। তাই

যাদের সহযোগিতায় এ কারখানা চালু করা সম্ভব হয়েছে তাদের প্রতি রেশম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। অন্যদিকে রাজশাহী রেশম কারখানার কার্যক্রম আরও ব্যাপকভাবে এবং দ্রত করার লক্ষ্যে কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত গ্যাস সংযোগের মাধ্যমে রিলিংসহ রঙ ও ছাপা কার্যক্রম দ্রত ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।