ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিবে রাবি

khobor
এপ্রিল ১, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এক কোটি টাকা দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (০১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান’র বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট  সভায় এটি পাশ হয়।

প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দেওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেটের সদস্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ  ঠেকাতে সবাই  এখন  বাড়িতে অবস্থান করছে । এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছেন। এই র্দূযােগকালে বিশ্ববিদ্যালয়ের র্অথকমিটির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবলিে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, বর্তমানে সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর  সংখ্যা ৮ লাখ  ৬৮ হাজারের বেশী এবং মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আইইডিসিআর এর তথ্য মতে বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের, মোট আক্রান্ত রোগী আছেন ৫৪ জন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।