ঢাকাশনিবার , ১৮ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পৌরকর আদায়ে রাসিকের ওয়ার্ডে ক্যাম্প চলবে ১৯-২২ মে

omor faruk
মে ১৮, ২০১৯ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
পৌরকর আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী ক্যাম্প পরিচালনা অব্যাহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে ১৯ হতে ২২ মে পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন আওতায় যেসব হোল্ডিং মালিকগণ এখনও পৌরকর পরিশোধ করেননি, তাদের বকেয়া পৌরকর প্রদানের আহবান জানানো হচ্ছে। স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে এ ক্যাম্প খোলা হচ্ছে। নাগরিকেরা বাড়ির পাশে নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে সহজে পৌরকর পরিশোধ করতে পারবেন।আগামী ১৯ ও ২০ মে (রবিবার ও সোমবার) ওয়ার্ড নং-০১, ওয়ার্ড নং-০২, ওয়ার্ড নং-০৩,

ওয়ার্ড নং-০৪, ওয়ার্ড নং-০৫, ওয়ার্ড নং-১১, ওয়ার্ড নং-১২, ওয়ার্ড নং-১৩, ওয়ার্ড নং-১৪, ওয়ার্ড নং-১৫, ওয়ার্ড নং-২৬, ওয়ার্ড নং-২৭, ওয়ার্ড নং-২৮, ওয়ার্ড নং-২৯, ওয়ার্ড নং-৩০ এবং ২১ ও ২২ মে (মঙ্গলবার ও বুধবার) ওয়ার্ড নং-০৬, ওয়ার্ড নং-০৭, ওয়ার্ড নং-০৮, ওয়ার্ড নং-০৯, ওয়ার্ড নং-১০, ওয়ার্ড নং-১৬, ওয়ার্ড নং-১৭, ওয়ার্ড নং-১৮, ওয়ার্ড নং-১৯, ওয়ার্ড নং-২০, ওয়ার্ড নং-২১, ওয়ার্ড নং-২২, ওয়ার্ড নং-২৩, ওয়ার্ড নং-২৪, ওয়ার্ড নং-২৫ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে। নাগরিকগণ সকাল ৯.৩০টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত সারচার্জ মওকুফ এবং বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।