ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সন্দেহভাজনদের ডোপ টেস্ট করা হবে: রাজশাহীতে আইজিপি

omor faruk
মার্চ ১২, ২০১৯ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
পুলিশের যারা সন্দেহভাজন রয়েছেন তাদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, আরএমপির পুলিশ লাইন ব্যারাক ও জেলা পুলিশের নারী পুলিশ ব্যারাক ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশের নিয়োগের সময় ডোপ টেস্ট করা হয়। সংশ্লিষ্ট ইউনিটগুলোকে এ ধরণের নির্দেশনা দেওয়া আছে। সন্দেহভাজন যারা রয়েছেন তাদের ডোপ টেস্ট করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের

ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম বার, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ভুঞা, অতিরিক্ত ডিআইজি নিসারুল আরিফ, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির ডিসি হেডকোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফর, ডিসি ট্রাফিক অনির্বান চাকমা, ডিসি কাশিয়াডাঙ্গা জয়নাল আবেদিন, ডিসি শাহমখদুম হেমায়েতুল ইসলাম , ডিসি তারিকুল ইসলাম ও রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র এডিসি ইফতে খায়ের আলম প্রমূখ।

খবর ২৪ ঘণ্টা/আরএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।