ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় হেরোইন ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
মে ১৮, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়া সদর থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ভারতীয় কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল।

বুধবার (১৮ মে) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫।

কোম্পানি কমাণ্ডার মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ৩৫০ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ১০টি সিমকার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার করা হয়।

এসময় শাহ আলম (৩৫), তার স্ত্রী শাহনাজ বেগম (৩৩) ও তাদের সহযোগী মানিক সরদারকে (৩২) আটক করা হয়।

শাহ আলম ও তার স্ত্রীর বাড়ি চাপাই নবাবগঞ্জ ও মানিক সরদারের বাড়ি পুঠিয়া শিবপুরহাট এলাকায় বলে জানা গেছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।