ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় টিআর প্রকল্পের বরাদ্দ নিয়ে নয়ছয়ের অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
জুন ১, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিআর) আওতাধীন ২০২২-২৩ অর্থবছরের অনুদান নিয়ে ব্যাপক নয় ছয়ের অভিযোগ উঠেছে।

আর সেই তালিকা সংবাদকর্মীদের দিতে গড়িমসি করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

সূত্রমতে, ২০২২-২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন (টিআর) তালিকায় থাকা বেশ কিছু ভুয়া নাম ব্যবহার করে প্রকল্প কর্মকর্তা ফরিদুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যান্যরা সরকার প্রদত্ত টাকা নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নিয়েছেন। এছাড়াও নামে বেনামে বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আঁতাত করে সেখানেও মোটা অংকের ভাগ খেয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে একাধিক সংবাদকর্মী প্রকল্প কর্মকর্তা (পিআইও) ফরিদুল ইসলামের কাছে টিআর এর তালিকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। ইউএনও স্যারের অনুমতি ছাড়া তালিকা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।

এদিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ কে অফিসে না পেয়ে একাধিকবার তাঁর সরকারি মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। এ কারনে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।