ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের প্রচার মিছিলে অসুস্থ হয়ে মারা গেলেন আ:লীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘গোলাম ফারুকের মৃত্যুতে খুব কষ্ট পেয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন তিনি। পদ-পদবি নিয়ে কখনও ভাবেননি।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে মিছিলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন আওয়ামী লীগের এক কর্মী।

সোমবার রাত ৮ টার দিকে মিছিলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই কর্মীর নাম গোলাম ফারুক। তিনি নগরীর গোয়ালপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মো. বায়জিদ।

বায়জিদ জানান, নগরীর ৫ নম্বর ওয়ার্ড থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের হয়। এ মিছিলে যোগ দিয়েছিলেন তার বাবা।

তিনি বলেন, ‘বাবা জীবনভর আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আগামীকাল সিটি নির্বাচনের শেষ মূহুর্তের প্রচারে তিনি খুব ব্যস্ত ছিলেন। মিছিলে স্লোগান দিচ্ছিলেন তিনি।

‘মিছিলটি থানা পুকুরপাড় এলাকায় আসলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাবাকে নগরের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তিনি স্ট্রোক করে মারা গেছেন।’

এ দিকে এ আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর খবরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘গোলাম ফারুকের মৃত্যুতে খুব কষ্ট পেয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন তিনি। পদ-পদবি নিয়ে কখনও ভাবেননি।’

মঙ্গলবার সকালে জানাজা শেষে তাকে কুমিল্লা বুড়িচংয়ের গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছে তার স্বজনরা।

বিএ

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।