ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে দু’দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

omor faruk
মার্চ ৮, ২০১৯ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মহিলা অধিদপ্তরের অফিস চত্তরে এই মেলার উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী। জানা গেছে, নারী পুরুষের সমতার বিশ্ব গড়ার লক্ষে নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নকে আরো গতিশীল করার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন নারী উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্য এবং

মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নারীদের স্ব উদ্যোগ স্ব-হস্তে উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলার আয়োজন। মেলায় থাকছে ২০ টি স্টল। এছাড়াও নারী উন্নয়ন মেলা উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর আয়োজনে ফ্রি মোবাইল ফোন সার্ভিসিং ফ্রিবিউটিফিকেশন এবং সূর্যের হাসি নেটওয়ার্কের মাধ্যমে ফ্রি প্রাথমিক স্বাস্থ সেবা প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শবনম শিরিন।

খবর ২৪ ঘণ্টা/আরএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।