ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ধর্মঘট শেষে জাতীয় ক্রিকেট লিগ আজ ফের শুরু

অনলাইন ভার্সন
অক্টোবর ২৬, ২০১৯ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: ক্রিকেটারদের ধর্মঘটের কারণে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড নির্ধারিত সময়ে শুরু হয়নি। তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।

বুধবার বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে সমঝোতার পর জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দু’দিন পিছিয়ে দেয়া হয়। আজ থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা। এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজও সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রথম স্তরের ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। কক্সবাজারে আরেক মাঠে প্রথম স্তরের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের বিপক্ষে নামবে ঢাকা মেট্রো। রাজশাহীতে চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট। আগের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন। তৃতীয় রাউন্ডে তিনি খেলতে পারবেন না।

প্রথম স্তরে ১৩.৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে খুলনা।

এরপর রয়েছে ঢাকা বিভাগ (৬.৯৪), রংপুর (৫.২২) ও রাজশাহী (৪.৬১)। দ্বিতীয় স্তরে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে বরিশাল বিভাগ। এরপর সিলেট (১১.১৯), চট্টগ্রাম (৬.৯২) ও ঢাকা মেট্রো (৪.৪৯)।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।