ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

দোকানে ঢুকে চা বানালেন মমতা

অনলাইন ভার্সন
আগস্ট ২২, ২০১৯ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: রাস্তার ধারে থাকা চা’য়ের দোকানে ঢুকে নিজের হাতেই চা বানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিশুদের চকলেট ও নারীদের শাড়ি উপহার দিলেন।

বুধবার (২১ আগস্ট) বিকালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় এভাবেই জনসংযোগ সারলেন মমতা।

শুধু চা বানালেন তা নয়, দোকানদারকে শেখালেন কতটুকু পানি দিতে হবে, কতটুকু দুধ-চিনি লাগবে আর কতক্ষণ ফোটানো হলে ভালো চা হবে।

চা খেতে খেতে মমতা বলেন, আমি আগেও চায়ের দোকানে বসতাম। এটা নতুন কিছু নয়। এখান থেকেই তো মানুষের সব কথা শোনা যায়। মানুষের কাছে পৌঁছানো যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। তাদের মতে, মুখ্যমন্ত্রী খুবই সাধারণ জীবন-যাপন করেন। তিনি এই বার্তাই দিতে চেয়েছেন। আর এভাবেই তিনি মানুষের খুব কাছে পৌঁছাতে চান।

মুখ্যমন্ত্রীকে দেখতে দোকানে তখন উৎসাহী মানুষের ভিড়। মোবাইল হাতে কাউকে দেখা গেল তার চা বানানোর ছবি তুলতে, কেউ আবার সেলফিতে মগ্ন হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগও তুলে ধরেন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।