ঢাকাবুধবার , ৩১ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনা রোধে অটোরিক্সার ডান পাশ বন্ধ রাখার নির্দেশ আরএমপি কমিশনারের

omor faruk
অক্টোবর ৩১, ২০১৮ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: 
সড়ক দুর্ঘটনা রোধে ব্যাটারি চালিত অটোরিক্সার ডান পাশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। বুধবার নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সদর ইফতেখায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশী সুশৃঙ্খল ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এর দিক

নিদের্শনায় ট্রাফিক বিভাগের উদ্যোগে রাজশাহী মহানগর এলাকার সকল অটোরিক্সার ডান পাশ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অটোরিক্সার ডান পাশ দিয়ে যাত্রী উঠা-নামা করতে গিয়ে সম্প্রতি বেশকিছু দুর্ঘটনা ঘটেছে। এ কারণে ডান পাশ দিয়ে যাত্রী উঠা-নামা বন্ধ হলে দূর্ঘটনা কমে আসবে। এ ব্যাপারে অটোরিক্সা চালক-মালিকগণকে সর্তক করতে ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীতে এ সংক্রান্ত লিফলেট বিতরণ ও মাইকিং অব্যাহত রয়েছে। আগামী ৭ নভেম্বর-২০১৮ এর মধ্যে অটোরিক্সার ডান পাশ বন্ধ না করা হলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।

খবর ২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।