ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

খবর২৪ঘন্টা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার সময় ৫ জন শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেন পিলারের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন।

নিহত ব্যক্তি সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতর পাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে মিনার (১৮)। নিখোঁজ ব্যক্তিরা হলেন, একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুলের ছেলে এমদাদুল (২৮) ও একই এলাকার সালমানের ছেলে সাগর (২০)।

স্থানীয়রা জানান, দাইনুর সীমান্তে চোরাই পথে শুঁটকি আনতে গিয়ে বিএসএফের গুলিতে মিনার নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শুঁটকি ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, এ ঘটনায় বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছি। ইতোমধ্যে তারা চিঠির জবাব দিয়েছেন। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। তবে মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।