ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

তিউনিসিয়ায় নৌকাডুবি: ৮০ জনের প্রাণহানির আশঙ্কা

অনলাইন ভার্সন
জুলাই ৫, ২০১৯ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৮০ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। বৃহস্পতিবার নৌকাটি জারযিজ শহরের কাছে ডুবে যায়।

আন্তার্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ওই নৌকার ৪ আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়েছে। জীবিত ৩ জন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, নৌকাডুবির শিকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।

গত মে মাসে একই উপকূলে অপর এক নৌকাডুবির ঘটনায় ৬৫ জনের মৃত্যু হয়েছিল। যাদের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসছেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।