সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

তানোরে হাত-পা বাঁধা অবস্থায় পুকুর পাহারাদারের লাশ উদ্ধার

khobor
সেপ্টেম্বর ২, ২০১৯ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে পাঁচন্দর গ্রামের একটি পুকুরের পাড় থেকে রইচ উদ্দিন অনু (৬৫) নামের এক বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পাঁচন্দর গ্রামের মটপুকুর নামক স্থান থেকে হাত-পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে তানোর থানা পুলিশ। রইচ উদ্দিন অনু পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র। তিনি পুকুর পাহারাদার ছিলেন। মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দীন বলেন, সকালে খবর পেয়ে আমি ঘটনা স্থলে উপস্থিত হয়। মোটা রশি দিয়ে হাত-পা ও কমরে দড়ি দিয়ে বাধাঁ ছিল রইচ উদ্দীনের।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে , রাতে পুকুরে মাছ চুরি করতে এসে র্দুবৃত্তরা গামছা দিয়ে হয়তো শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। ঘটনা স্থল থেকে মাছ ধরার একটি জাল ও গামছা পাওয়া গেছে। রইচ উদ্দিন অনু ময়েনপুর গ্রামের তরিকুল ইসলামের পুকুর পাহারাদার ছিলেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।