সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২৮ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

অনলাইন ভার্সন
নভেম্বর ২৮, ২০১৮ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে এদের মধ্যে কোন নারী প্রার্থী নেই।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন প্রার্থী। এরা হলেন ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল (আওয়ামী লীগ), অধ্যাপক শাহাজাহান মিয়া (বিএনপি), অ্যাডভোকেট শাহীন শওকত (বিএনপি), বেলাল-ই-বাকি ইদ্রিশী (বিএনপি), নুরুল ইসলাম জেন্টু (বিএনএফ), মনিরুল ইসলাম (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) ও নবাব মোঃ শামসুল হোদা (স্বতন্ত্র)।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এরা হলেন মুহাম্মদ জিয়াউর রহমান (আওয়ামী লীগ), আমিনুল ইসলাম (বিএনপি), হিলাল ই বাকী (জাসদ), নুরুল ইসলাম সেন্টু (কৃষক শ্রমিক জনতা লীগ), ফেরদৌস আলম (কৃষক শ্রমিক জনতা লীগ), ইয়াহিয়া খালেদ (জামায়াত-স্বতন্ত্র), গোলাম মোস্তফা বিশ^াস (স্বতন্ত্র) ইব্রাহিম খলিল (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) ও ডাঃ মোহাম্মদ তৈয়ব আলী (স্বতন্ত্র)।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), হারুনুর রশিদ হারুন (বিএনপি), আব্দুল ওয়াহেদ (বিএনপি), নুরুল ইসলাম বুলবুল (জামায়াত- স্বতন্ত্র),মনিরুজ্জামান মনির (জাসদ), কামরুজ্জামান খান (বিএনএফ), আব্দুল কাদের (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) ও বাবলু হোসেন (স্বতন্ত্র)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।